প্রতিনিধি কাশিয়ানী :
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, দলীয় প্রতীকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিল তাদেরকে নৌকা প্রতীক দেবে না দল। নির্বাচন নিয়ে কেউ কোন গুজবে কান দিবেন না।
বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত চারতলা মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে কোন জঙ্গী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। এদের প্রতিহত করতে সকলকে সোচ্চার থাকতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট নিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মো: হাবিবুর রহমান,ওসি মো: আজিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান আমিন, জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান লুথু, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বিপ্লব হোসেন, মুন্সী হাবিবুল্লাহ পলাশ প্রমুখ।
এরপর এমপি ফারুক খান মরহুম মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সড়ক, উপজেলা মডেল মসজিদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।
© All rights reserved 2000-2020 © kalerchaka.Com
Leave a Reply