প্রতিনিধি কাশিয়ানী :
মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী রেলস্টেশন সংলগ্ন মাঠে পোনা যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মৃধা কালু, জামিনুর রহমান (জাপান), উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, ব্যবসায়ী হিরো মৃধা প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে পোনা ক্রিকেট একাদশ বনাম মহানাগ ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। মহানাগ ক্রিকেট একাদশ পোনা ক্রিকেট একাদশকে পাঁচ উইকেটে পরাজিত করে জয় লাভ করে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply