পরশ উজির :
গোপালগঞ্জের কাশিয়ানীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, জলাশয় সংস্কারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ১৭টি চলমান কাজের বর্তমান অগ্রগতি লক্ষ্য-উদ্দেশ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়।
মতবিনিময় সভায় জেলা মৎস্য উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, সমাজসেবা অফিসার এম.এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply