পরশ উজির :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর। মঙ্গলবার বিকেলে কাশিয়ানী ব্যাসপুর সড়কের বসুপাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই বাইসাইকেল আরোহীর নাম শংকর বসু (৫২)। কাশিয়ানী গ্রামের বসুপাড়া এলাকার পার্শ্বনাথ বসুর ছেলে শংকর।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুর রহমান জানান, বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলের শংকর। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী লোকাল বাস শংকরকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply