মো: জিয়াউল আলম :
শেরপুরের নকলায় পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মার্চ সোমবার দুপুরে তাকে পুত্রবধূর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। হাসমত আলী উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত. আ: জুব্বারের পুত্র। জানা যায়, হাসমত আলীর ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষন করেছে বলে ১৪ মার্চ রাতে পুত্রবধূ নকলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগের প্রেক্ষিতে শ্বশুর হাসমত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে তার শ্বশুর ধর্ষন করেছে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার শ্বশুর হাসমত আলীকে গ্রেফতার করি।ভিকটিম পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত শ্বশুর হাসমত আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply