কালিয়া প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামে ৬০ বছরের এক বৃদ্ধা মকে মারপিটের অভিযোগ উঠেছে ঐ মায়ের সন্তান মাসুম ভূইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে আমেনা বেগম (৬০) নামে ঐ মাকে মারপিট করেছে বলে জানিয়েছে ঐ ভুক্তভুগী। আমেনা চাপাইল গ্রামের নুরু ভূইয়ার স্ত্রী। এলাবাসি জানায়, নুরু ভুইয়ার পুত্র মাসুম ভূইয়া প্রায়ই তার মাকে মারপিট করে। মঙ্গলবার দিন সকালে ঐ বাড়িতে চিৎকার চেচামেচি শুনে স্থানিয়রা এগিয়ে আসলে দেখতে পায় মাসুম ভূইয়া তার ম আমেনা বেগমকে বাশের লাঠি ব্যবহার করে বেধড়ক পেটাচ্ছে। কারন বুঝে ওঠার আগেই মাছুম ঘটনাস্থল থেকে পালিযে জায়। আমেনা বেগমের বড় পুত্র সজীব ভূইয়া বলেন, তার পিতা ধর্মীয় ( ৩ চিল্লায় ) কাজে গ্রামের বাইরে রয়েছে। তার মায়ের সমস্থ ভরনপোষন তিনি দেন, তার ছোট ভাইয়ের কোন আয়ের উৎস নেই এবং সে (মাসুম ভূইয়া) তার সহধর্মিনী আছিয়া বেগমের সহযোগিতায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে। ঐ দিন তিনি দোকান থেকে খবর পান তার ছোট ভাই তার মাকে মারপেট করছে এমন খবরে তিনি বাড়িতে গিয়ে দেখতে পান তার মা আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে নড়াগাতি থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর কবীর বলেন, ঐ বৃদ্ধা একটি অভিযোগ দিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply