পুত্রী!তুমি যতোই হও পরায়ণ, শীলবান,মেধাবী, শিক্ষামনা
জেনে রেখো এ ভূবণে সফলতা অর্জন সহজ নয়।
যদি নিজেকে পতিব্রতা করে গড়ে তোলাই হয় একমাত্র লক্ষ্য
এ-ও জেনে রেখো শশুর শাশুড়ী সেবী হয়েও নিন্দুক রবে ভারি
যদি হও ভাগ্যবতী, তবে সন্তানদের মানুষ করা সহজ হতে পারে,যেমনটা রাজ্য অনুশাসন করা সহজ!
আমি চাইবো তুমি শীলবান হও,
হও প্রজ্ঞাবান এবং ত্যাগী
হও জ্ঞানউপাসক, দৃঢ় শ্রদ্ধাসম্পন্ন, রাগহীন, ঈর্ষাহীন, মাৎসর্যহীন।
মনে রেখো পরশ্রীকাতরতা বীর্যবানের কর্ম নয়
প্রণয়িনী, তুমি চিত্তকে করো সুসংহত, সুসমাহিত
অভিষঙ্গকে প্রতিহত করো বর্তমান জ্ঞান দ্বারা
আত্মস্থ করো, সিদ্ধি কামিয়াবি হয় বহুজ্ঞ দর্শনের উৎকর্ষতা হতে
অলৌকিক ভীতি প্রদর্শন করে যদি অমিত্র তোমাকে পরাস্ত করতে চায়
বলে দিও সভ্যতা পতনের তস্ত্র তোমার হস্তে
প্রয়োজনে প্রব্রজ্যা গ্রহণ করো, তুমিও পরাক্রমশালী
সভ্যসংঘ তা স্বীকার করুক বা না করুক
ব্রাহ্মাণ্ড প্রদীপ তোমার #গর্ভাশ্রিত
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply