আর্তমানবতার সেবায় ক্ষুধার্তের আত্মচিৎকার মাত্র এক বছরের মধ্যে একটা ভার্চুয়াল গ্রুপ এভাবে মানুষের বিপদে আপদে তাদের পাশে থেকে মন জয় করে নিয়েছে,তা অকল্পনীয়। সত্য নিউজ ২৪.কম ও একাত্তর বাংলা ২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । সংক্ষেপে এই গ্রুপের সামাজিক কাজের বিবরণি,করোনার সময় সেচ্ছাসেবক হিসাবে সরাসরি করোনার সেম্পল সংগ্রহ করা।, রোজাদারদের নিয়মিত খাবার দেওয়া ৩।ইদের খাবার দেওয়া ঈদপ্যাকেজ, শিশুদের নগদ অর্থ উপহার, বিভিন্ন স্থানে গাছ লাগানো, এতিম খানায় খাবার দেওয়া, অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য অর্থ দেওয়া, করোনা আক্রান্তদের ফল দেওয়া দেখা করা খোজ খবর রাখা।, মসজিদে ফ্যান দেওয়া, বিধবা মায়ের ঘর নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের বই উপহার, মসজিদে লিফলেট লাগানো, বিসিএস ক্যাডারদের দের সংবর্ধনা দেওয়া ১৪০। করোনায় মৃত মানুষের দাফন কার্যে সহযোগিতা, করোনায় সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করানো ও লিফলেট বিতারন, মসজিদ মাদ্রাসায় কোরাআন শরিফ দেওয়া, মসজিদে রেহেল দেওয়া, মসজিদে সিমেন্ট দেওয়া, দরিদ্র ছাত্রদের টিফিন বক্স দেওয়া, ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প, এতিম শিশুদের ঈদের পোষাক দেওয়া, হাদিস এর বই প্রদান কেন্দ্রীয় মসজিদে।, করোনায় ছাত্রদের নগদ অর্থ দেওয়া,।রক্তের ব্যবস্থা করে দেওয়া চলমান(275 ব্যাগ এপর্যন্ত), বিভিন্ন স্থানে খেলাধুলার সমগ্রী দেওয়া, শীতের ছবি প্রতিযোগিতা(সামাজিক অবক্ষয় রোধে কাজ করা, ।ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন, মরহুমছবদু মিয়ার স্মৃতি ব্যাডমিন্টন আয়োজন, বাচ্চাও মুরব্বিদের শীতের গরম কাপড় দেওয়া, ইফতারী দেওয়া(রান্না খাবার), বাজার ও বিভিন্ন স্থানে পথিক দের খাওয়ানো, জাতীয় দিবস গুলিতে অংশ গ্রহন, পথশিশুদের নতুন জুতা কিনে দেওয়া, কুকুর কে বাঁচাতে একাধিক বার চেষ্টা করেছেন এই গ্রুপ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply