ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আহত সাংবাদিক সেকেন্দার আলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি ‘বার্তাবাজার’কে নিশ্চিত করেছেন সাংবাদিক সেকেন্দার আলমের ছোট ভাই সুজন শেখ।
এরআগে বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পবনবেগ পূর্বপাড়া নতুন মসজিদের নিকটে সে হামলার শিকার হন। সাংবাদিক সেকেন্দার আলম গোপালপুর গ্রামের বাসিন্দা। সে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সেকেন্দার আলম বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল যোগে পবনবেগ যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ তার মুঠোফোনে একটি ফোন আসে। তিনি গাড়িটি থামিয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে থাকেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বিপরীত দিক থেকে দুর্বৃত্তের দল তার মাথায় অতর্কিত হামলা চালায়। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট কোদাল (টেঙ্গী) উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।’
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply