“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ (২৯ রমজান) বুধবার বালিয়াডাঙ্গী হাসিনা স্মৃতি শিশু সদন(এতিমখানা)মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতারে এসএসসি ৯৯’র বন্ধুরাসহ কিছু অভিবাবক ও শিশু সদনের ছাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় বন্ধু জবাইদুর রহমান (জাদু)’র স্মরণে বক্তব্য রাখেন এসএসসি ৯৯ ব্যাচের আহবায়ক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদ আলী।
এ সময় সাবেক ইউপি সদস্য আসরাফুল আলম,তপন কুমার,রাজু,মাসুদ,জামালসহ গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কর্মস্থলে কর্মরত বন্ধুরা ছাড়াও এলাকায় থাকা বন্ধরাও উপস্থিত ছিলেন। পরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত বন্ধু জবাইদুর রহমান (জাদু)’র স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইজাব জামে মসজিদের ইমাম হাফেজ মো.আব্দুল মতিন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply