আজ ২৯ মে, ২০২১ তারিখ রোজ শনিবার বিকাল ৫ টায় বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব শওকত আলী জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে! তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ত্যাগী, সৎ আদর্শবান পরিচ্ছন্ন নেতাকর্মীদের দিয়ে আগামী ১ মাসের মধ্যে বোয়ালমারী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ এর অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করার নির্দেশ দেন।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ ফজলুল করিম, এ্যাড অলোকেশ রায়, মোস্তাফিজুর রহমান মাছুম, এস এম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি, সমাজ কল্যাণ সম্পাদক আহমেদ সাবিত, সদস্য এমরান হোসেন নবাব।
সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি মোঃ আব্দুল গফফার শেখ, সঞ্চালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply