গর্জে ওঠো বাংলাদেশ –
কে দলিতে চায় তোমাকে দু’পায়
ঐ হিংস্র নখর দাপিয়া,
ধুলি ছাই আর রক্ত লালে রঞ্জিত করিবে দরিয়া?
ভয় নেই ওরে ভয় নেই –
স্বাধীনতা তোমায় আঁকড়ে রাখিব পতাকা।
দেখো রাজপথ গলি ফুটপাত
মসজিদ মন্দির আর গীর্জার পথ
প্রাণের স্পন্দন মিশিয়া আছে একসাথ।
নিরবতা ভেঙে –
মুহূর্তেই সবে জাগিয়া উঠিবে আবার
তবু ক্ষমা নেই তোর রাক্ষস জানোয়ার।
কত ক্ষুধা তোর পেটে?
আমার এ ক্ষুদ্র মানচিত্র খানা
রাক্ষসী তোর দাঁতে
খেতে চাস্ তুই চিবিয়ে?
পারবি না! তুই পারবি না!
আমার আছে পদ্মা মেঘনা মধুমতী যমুনা
আছে রফিক জব্বার বরকত কোটি সালাম
আরো আছে যে কত বীর সেনা
দাঁড়াবে ওঁরা -বলিষ্ঠ সোজা এক কাতার।
শুনিতে পাস্ কি?
বজ্র কন্ঠ মার্চের বাতাসে ভাসে
দেখিস্ না?
জাগরিত এখনো মহাবীর
বাংলার বুকে প্রতি ঘরে ঘরে-নেতা শেখ মুজিব।
ওহে অপশাসনের কুৎসিত রাজাধীর
তোমাকে রুখিতে এ বাংলার বুকে
সদা জাগ্রত কোটি শির।
তোমাকে পেলে -বীর বাঙালি জনতা
রক্ত পিয়াস মিটাবে অস্থির।
এখনো তোদের-
দোসর দালালের দেখিতে পাই আনাগোনা
ভাঙিতে উন্নত শির
ধরায় একতায় চিড়্,
আমরা বাঙালি-বরি বীরত্বের বীর,
দেব না কোনো অবকাশ তোদের
লঙ্ঘিতে সীমানা মোদের।
জাগো বাঙালি! জাগো একবেশ!
গর্জে ওঠো বাংলাদেশ –
ফুৎকারে দাও গুড়িয়ে ওদের,
কর দুঃসাহস নিঃশেষ।
৭মার্চ-২০২১,খুলনা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply