বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেল শাখা ছাত্রলীগ।
করোনা শনাক্তের হার উর্ধ্বমূখী হওয়ার কারণে ফরিদপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ এর নির্দেশে আলফাডাঙ্গা উপজেলা এবং পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে আলফাডাঙ্গা বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা মেনে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে জনসচেতনতামূলক বার্তা জানানো হয়।
শনিবার (১৯ জুন) আলফাডাঙ্গা উপজেলার গুরুত্বপুর্ন জায়গা ও আশে পাশেসহ এলাকার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জনসাধারণকে মাস্ক পরতে সচেতন করা হয়।
কর্মসূচি সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো বলেন, ‘করোনাকে প্রতিরোধ করতে মাস্ক পরা জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।’
এসময় ছাত্রলীগের উপজেলা কমিটির সহ সভাপতিঃ রাকিবুল ইসলাম (দেলোয়ার), সাধারণ সম্পাদকঃ রায়হান আহম্মেদ
, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ শেখ আল আমিন রেজওয়ান,
সাংগঠনিক সম্পাদকঃ তাজমিম আরেফিন সিদ্দিকী মীম পৌর ছাত্রলীগ সভাপতিঃ রায়হান আজিজ খান, সাধারণ সম্পাদকঃ ইলিয়াস শেখ ও কলেজ ছাত্রলীগ নেতা তুহিন
নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply