‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের আজ পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার (২০ জুন) বেলা ১১টায় আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র সাইফার রহমান সাইফার এর সহযোগিতায় আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রলীগ।
এছাড়া আলফাডাঙ্গা থানার প্রঙ্গনের ভেতরে, উপজেলা পার্টি অফিসের পাশে, কলেজ রোডে,লোকাল স্টান্ড ও আরো বিভিন্ন স্থানে কর্মসুচি উপলক্ষে বৃক্ষরোপন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার সুযোগ্য মেয়র সাইফুর রহমান সাইফার, প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন, জেলা যুবলীগ এর সদস্য মো কামরুজ্জামান কদর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম সহ আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ, সহ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম( দেলোয়ার),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ আল আমিন রেজওয়ান, সাংগঠনিক সম্পাদকঃ তাজমিম আরেফিন সিদ্দিকী মীম এবং পৌর ছাত্রলীগ সভাপতি রায়হান আজিজ খান সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ সহ আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী।
কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ এর নব নির্বাচিত সভাপতি কাজী কাওসার হোসেন টিটো বলেন ‘মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা তিনটি গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।’
তিনি আরও বলেন, ‘মহামারিতে আমরা অল্পসংখ্যককর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছি।’
উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply