ফেনির সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপি মানব বন্ধনে বক্তারা ফেনি মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, দেশের বিভিন্নস্থানে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুনাল গঠন করে বিচারের দাবি জানান। এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবিসহ সকল দল-মতের নাগকিরক বৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার উদাত্ত আহবান জানান।
এ সময় গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মো: আব্দুল্লাহ, মহিলা মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: নজরুল ইসলাম আল মারুফ, মো: একিনুর রহমান, মাওলানা এস এম সাইদুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply