নিজেস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে চলছে ৭ দিনের কঠোর লকডাউন সহ সাধারণ ছুটি। সেটাকে বৃদ্ধি করে ১৪ দিন পর্যন্ত করা হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। আলফাডাঙ্গারর এসব অসহায়, দুস্থ, ও খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এ অংশগ্রহন করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ এর সভাপতিঃ কাজী কাওসার হোসেন টিটো ও সাধারণ সম্পাদকঃ রায়হান আহম্মেদ, সহ সভাপতি : মোঃ রাকিবুল ইসলাম( দেলোয়ার), সাংগঠনিক সম্পাদকঃ তাজমিম আরেফিন সিদ্দিকী মীম, মোঃ আমজাদ হোসেন, মোকবুল হোসেন রিপন, শাহরিয়ার নাজিম শাওন, ইমন হোসেন কামরান, আব্দুল কাদের তুহিন, মোঃ সজীব কাজী, আবু বক্কর, মোঃ আলআমিন আহমেদ, ফয়জুল মুন্সি, সম্পদ সাহা, প্রসেনজিৎ কুন্ডু।
সোমবার (০৫ জুলাই ) দুপুর দুইটার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর চৌরাস্তা বাজার সহ আরো বেশ কিছু এলাকায় এলাকায় ২০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী কাওসার হোসেন টিটো ত্রাণ বিতরণ এ সময় বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। আমরা উপজেলা ছাত্রলীগ সেই কথা মাথায় রেখেই এগিয়ে যায়। আপনার সকলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করে অনিক বলেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
উল্লেক্ষ যে ত্রান বিতরন এ সার্বিক সহযোগিতা করেছেন
আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র
সাইফুর রহমান সাইফার।
এই সময় আলফাডাঙ্গা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply