গৌরাঙ্গ লাল দাস কোটালীপাড়া:-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌথ অংশীদারিত্বে গ্রাম উন্নয়নে প্রণীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ণে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।বৃহস্পতিবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির সহযোগিতায় গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটি, জাতীয় ও আর্ন্তজাতিক এনজিও প্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও সংশ্লিষ্ট পৌর কাউন্সিলরগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সিকির বাজার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কারিতাসের শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল হুদা, ব্র্যাকের এইচ আর এল এস অফিসার সুরভী বিশ্বাস, কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার, মঠবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চায়না রহমান বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply