ফরিদপুর প্রতিনিধিঃ আলফাডাঙ্গাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মিটিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান জাহিদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, আলফাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক মোঃ ওহিদুজ্জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, পৌর সভার প্যানেল মেয়র আজিজুর রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, বানা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ খোকন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন পূজার সময় কেউ কোন বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। ওসি মোঃ ওহিদুজ্জামান বলেন পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজামন্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply