বোয়ালমারী- (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি আটোরিকশা ও ছয়টি মোটরসাইকেলের চালককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখল করায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় ইউএনও মো. রেজাউল করিম জানান, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়িদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দন্ডবিধি আইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর, বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি ও সাংবাদিক মহব্বত চৌধূরী, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বোয়ালমারী থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক সহযোগিতা করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply