প্রতিনিধি বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) : তথ্য গোপন করে বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানোর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা আওয়ামী লীগ থেকে দায়িত্বে থাকা মনোনয়ন বোর্ডের সদস্যদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের ভিত্তি নেই বলছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। সোমবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাদেকুল ইসলাম। তিনি মনোনয়ন প্রত্যাশী বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ভাই। অন্যদিকে দল থেকে মনোনয়ন পাওয়া শাহাবুদ্দিন মিয়া ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে সাদেকুল ইসলাম জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ থেকে দায়িত্বে থাকা মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ভুল তথ্য উপস্থাপন এবং সঠিক তথ্য গোপন করে কেন্দ্রে পাঠানোর কারণে আমার ভাই আমিনুল ইসলাম মনোনয়ন পায়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু আজকের পত্রিকাকে বলেন, প্রার্থীদের জমা দেওয়া জীবন বৃত্তান্ত অনুযায়ী তথ্য জেলায় পাঠানো হয়েছে। সেখান থেকে কেন্দ্রে গেছে। দল থেকে যাকে মনোনয়ন প্রদান করা হয়েছে তিনি একজন ত্যাগী নেতা। ৩২ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন। মনোনয়ন বঞ্চিতরা যেসব অভিযোগ করছে। এগুলোর কোন ভিত্তি নেই। ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন, ৫০ বছর ধরে আওয়ামী লীগ করি। ৩২ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নেতৃত্ব দিচ্ছি। যারা অভিযোগ করছেন, তারাই আমার নেতৃত্বে দলে কাজ করছেন। উল্লেখ যে, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা উপ-দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী মিঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সবুর, বড়পলাশবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষকলীগের প্রচার সম্পাদক অসীম হায়াত পাঞ্জাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী মনোনয়ন সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তৃতীয় ধাপে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছ
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply