এম.এম.লিয়াকত হোসেন (লিটন):
আজ ২৭ নভেম্বর (শনিবার) সকাল ৯ টায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩১ তম শাহাদাত বার্ষিকী’তে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ঢাকা মেডিক্যাল চত্ত্বরে ডা.মিলনের সমাধিতে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনের উত্তাল সময়ে ঘাতকের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ হন ডা. মিলন। তিনি ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক,বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক।
ডা.মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারিক সাঈদ বলেন শহীদ ডা. মিলন ছিলেন স্বৈরাচারবিরোধী এক সৈনিক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন।গনতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে ডা. মিলনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এসময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন থানা,ওয়ার্ড, ইউনিট নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply