গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া :
‘এগিয়ে আসুন রক্তদানে, ভূমিকা রাখুন মানবকল্যাণে’-এই স্লোগানকে সামনে
রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি ব্লাল্ড গ্রুপ নির্ণয় ক্যাম্প
পরিচালিত হয়েছে। কোটালীপাড়া ব্লাড ব্যাংকের আয়োজনে ও মুনা জেনারেল
হাসপাতালের সহযোগিতায় গত শুক্রবার উপজেলার মোল্লা বাজার প্রাঙ্গণে দুপুর
২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত
হয়। শতাধিক নারী-পুরুষ এই ক্যাম্পে তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। কাজী
মন্টু কলেজের প্রভাষক মোল্লা মুনসুর আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে ক্যাম্পটি উদ্বোধন করেন। এ সময় মুনা জেনারেল হাসপাতালের পরিচালক
মন্টু বাইন, কোটালীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিনিধি কাবির মোল্লা, সুজিত
মৃধা, কাকলী কাজী, বাজার কমিটির সহ-সভাপতি সন্তোস বিশ্বাস উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply