মো: হাচিবুর রহমান , কালিয়া (নড়াইল)প্রতিনিধি : জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সমর্থকরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে টুঙ্গিপাড়ায় যান নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে অংশ নেন, কলিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, বাঐসোনা ইউপি চেয়রম্যান শাহ মো: ফুরকান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply