অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আলফাডাঙ্গা উপজেলা্ ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। সোমবার রাত ১২:০১ মিনিটে সভাপতি ফকির এনায়েত হোসেন ও সাধারন সম্পাদক স ম আরিফ হেমায়েত কলিন্স এর নেতৃত্বে একুশের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা্ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।। এ সময় শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহির শাহরিয়ার শিশির বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির প্রেরণার উৎস। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের জনগণ ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। ভাষা বাঙালি জাতিসত্তা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভাষার অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতায়ই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন একটি দেশ পেয়েছি।
এ সময় সংগঠনের আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ত্রিনাথ পাল, কামরুজ্জামান কদর, যুগ্ন সাধারন সম্পাদক হারিসুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক কাজি রবিউল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক জোনায়েত আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক রনি সহ ছয়টি ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply