অগ্নিঝরা মার্চ মাসের প্রথম প্রহরে (সোমবার) রাত ১২.০১ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন ১৯৭১ সালের মহান ‘মুক্তিযুদ্ধ’ বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাঙালির স্বাধিকার আন্দোলন চূড়ান্ত রূপ পায় একাত্তরে।
২৫ মার্চের কালরাত পেরিয়ে নতুন সূর্য ছিনিয়ে আনতে বিষাদ ও বেদনার মধ্য দিয়ে এক অগ্নিঝরা ইতিহাসের যাত্রা শুরু হয়। বাঙালির সেই গৌরবগাঁথার মার্চ মাসের প্রথম দিন আজ। এসময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, থানা ও বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply