গোপালগঞ্জ প্রতিনিধিঃ-গোপালগঞ্জ, বাগেরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইল সেট, কাপড়, লুঙ্গি ও নগদ টাকাসহ আন্ত:জেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মালামালসহ এদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ছানোয়ার হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সৈয়দ হাওলাদারের ছেলে কাউসার হাওলাদার (৩৫), কিশোরগঞ্জ জেলার নিকলী থানার মির্জাপুর গ্রামের মৃত: আক্তার শেখের ছেলে মোতালেব শেখ (৩২), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা চক্করদাসপাড়া গ্রামের মৃত: হাচান শেখের ছেলে হেলাল শেখ (৩৩), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের মৃত: আমজাদ হোসেনের ছেলে রবিউল হোসেন (৩৫), একই উপজেলার সিকিরবাজার গ্রামের কৃষ্ণ সাহার ছেলে পলাশ সাহা (৩০) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের কাজি সিরাজুল ইসলামের ছেলে মেহেদী ইসলাম (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: ছানোয়ার হোসেন জানান, গত ২৫ মার্চ রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া বাজারে গাজী ফেব্রিক্স এ্যান্ড ফ্যাশান ও এম এইচ আর এন্টারপ্রইজ নামে দুটি দোকান থেকে মোবাইল সেট, কাপড়সহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুটে নেয় আন্ত:জেলা চোর চক্রের একটি দল। পরে এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে গোপালগঞ্জ, বাগেরহাট ও ঢাকার হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে ওই সব স্থান থেকে আন্ত:জেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার এলাকার পলাশ বস্ত্রলায় হতে ৪’শ ৮০ পিচ শাড়ি, ৪’শ ৭৭ পিজ লুঙ্গি, ৫১ পিচ থ্রি-পিচ, পর্দা থান কাপড় ও নগদ এক লক্ষ টাকা এবং মেহেদীর নিকট থেকে ৩১ পিচ ওয়ালটন কোম্পানী স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা ১৫/২০টি চুরির ঘটনার কথা স্বীকার করেছে। এদের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply