বোয়ালমারী প্রতিনিধি আল আমিনঃ ফরিদপুরের বোয়ালমারীতে বাংলা টিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তন হল রুমে
পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া প্রধান অতিথি থেকে কেক কাটেন।
বাংলা টিভির বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমনের আয়োজনে আমীর চারু বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, সমকাল প্রতিনিধি ও কাজী সিরাজুল ইসলাম একাডেমীর সহকারী শিক্ষক কাজী আমিনুল ইসলাম আমিন, পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা মো, কামরুল ইসলাম, উপজেলা ক্যাব সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি মুহাব্বাত জান চৌধূরী, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি এমএম জামান, সপ্তাহিক মানবদর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম,দৈনিক কালের চাকা প্রতিনিধি মোঃআল আমিন,
মো. শামীম প্রধান, রেজা আহম্মেদ, জাহাঙ্গীর আলম, শাহারিয়ার রনি, রতন বিশ্বাস, নুরুল ইসলাম নূর প্রমুখ
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply