ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘গ ইউনিটে’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আয়োজনে হল ছাত্রলীগ কেন্দ্রিক হেল্প ডেস্ক বসানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের হেল্প ডেস্ক বসানো হয়েছে।
তারা বিভিন্ন ভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করছে,হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকেই তারা হেল্প ডেস্ক নিয়ে বসে আছেন, তারা পরীক্ষার্থীদের তথ্য দিয়ে টোকেনের মাধ্যমে মোবাইল ফোন ও ব্যাগ রাখার ব্যবস্থা করে, বিনামূল্যে পানি ও কলম দিয়ে সাহায্য করেছেন তারা।
যেসব শিক্ষার্থীদের দূরে সীট পড়ছে তাদেরকে জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমেও পৌঁছে দেওয়া হয়েছে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, ছাত্রলীগের এমন সেবায় তারা সন্তুষ্ট।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply