ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর ভাঙ্গন কবলিত দিগনগর ঘাট এলাকার ব্যাপক ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে ওই এলাকার অব্যাহত ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে। এলাকাবাসির দাবির পরিপ্রেক্ষিতে ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেনের আবেদনসহ বিশেষ তৎপরতায় পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে এই জিও ব্যাগের ডাম্পিং প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দিগনগর ঘাট এলাকা ও পার্শ্ববর্তী স্বপ্ন নগর এলাকার আশ্রয়ণ প্রকল্পের নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, উপজেলার পাচুড়িয়া বানা গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত মধুমতির তীব্র ভাঙ্গন বিগত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। মধুমতির গতিপথ পরিবর্তন হওয়ায় অসময়ে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। প্রতিনিয়ত ভাঙ্গনে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছিলো বসতবাড়িসহ আবাদি জমি। সে কারনে গৃহহীন হয়ে পড়ছিল হাজারও পরিবার।
বর্তমানে উপজেলার পাচুড়িয়া বানা ও টগরবন্দ উনিয়নের কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ও নদি শাসনের কাজ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সর্দার বলেন, আমার ইউপির সিংহ ভাগ গ্রাম নদি সংলগ্ন মাননীয় সংসদ সদস্য এ ব্যাপারে খুবই তৎপর এবং নিজস্ব প্রতিনিধি ধারা সারাক্ষন কাজের তদারকি করাচ্ছেন এতে আমরা অত্তান্ত আনন্দিত।
ভাঙ্গন রোধ করতে না পারলে পাচুড়িয়া বানা ও টগরবন্দ ইউনিয়নের কয়েকটি গ্রাম বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভবনা ছিলো।
উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে জানান, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোড আন্তরিকতার সহিত কাজ করছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply