আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি জনাব ওমর আলীর সভাপতিত্বে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছে আলফাডাঙ্গা ক্লাব।
উক্ত খেলা উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই ২০২২) বিকাল ৩.০০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাবটি এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা বনাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ফুটবল একাদশের খেলার শুভ উদ্বোধন করেন আলফাডাঙ্গা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব সাইফুর রহমান সাইফার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস,এস আকরাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনতার নেতা জনাব শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আলীম সুজা,আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফ আলী বাসার,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব সেলিম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব মো. কামরুল ইসলাম।
উক্ত খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মো.আসলাম হোসেন।
খেলাটি সার্বিক সহযোগিতা করেন আলফাডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক জনাব এস,এম তৌকির আহম্মেদ ডালিম সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply