গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দ্রুত মামলার জট কমাতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নবনির্মিত বহুতল বিশিষ্ট গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এর আয়োজন করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গোপালগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা সিভিল সার্জন ডা. তরুন মণ্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, কাঞ্চন কুমার কুন্ডু, মো. হাসিবুল হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান, তানিয়া সুলতানা লিপি, এক্সিকিউটিভ ম্যাটিস্ট্রেট অমিত রায়, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. জাকিরুজ্জামান, জেল সুপার মো. ইকবাল হোসেন, জেলা পাবলিক প্রসিকিউর অ্যাড. আলহাজ্ব মো. আ. হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলহাজ্ব এম.এম. নাসির আহমেদ, সম্পাদক অ্যাড. আলহাজ এম. জুলকদর রহমান, জেলা কোর্ট ইন্সপেক্টর মো. মোসফিকুর রহমান, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাড. মিনা খানম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর এস.এম. জিয়াউল হায়দার, সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক, কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্যা, নাজির মো. মনিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী কে.এম. সাইফুর রহমান, সাপ্তাহিক গোপালগঞ্জ কণ্ঠের সম্পাদক আহম্মেদ আলী খান প্রমুখ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply