আজ ২৪ আগস্ট (বুধবার) সকাল ৮ টায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন।পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান।
শ্রদ্ধা নিবেদন শেষে তারিক সাঈদ বলেন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। অকুতোভয়, আজন্ম সংগ্রামী এ মানুষটির আকস্মিক মৃত্যু জাতি মেনে নিতে পারেনি। আন্দোলন সংগ্রামে আইভি রহমানের অবদান বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply