উন্নয়ন ও আলোর পথযাত্রার এক দশক পেরিয়ে দৈনিক মানবকন্ঠের ১১ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বোয়ালমারী বার্তা কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান।
প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে ও দৈনিক ঢাকা টাইমস এর বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু’র সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব বোয়ালমারী’র সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সহসভাপতি দৈনিক মানবকন্ঠের বোয়ালমারী প্রতিনিধি মুহাব্বাত জান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধূরী রায়হান রকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, সাপ্তাহিক আগামীর প্রত্যাশা সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু, দৈনিক পুনরুত্থানের বার্তা সম্পাদক মিজান-উর-রহমান, বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, সাবেক ছাত্রনেতা ওয়ালিদিন মুরছালিন তুলিপ, চ্যানেল এস টিভির বোয়ালমারী প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, দৈনিক খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, দৈনিক গণমুক্তি প্রতিনিধি বিপ্লব আহমেদ, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি শরিফুল ইসলাম শাহরিয়ার, বিশিষ্ট নাট্যকর্মী মিজানুর রহমান মিন্টু, সাংবাদিক জাহাঙ্গীর আলম,দৈনিক কালের চাকা প্রতিনিধি মোঃ আল আমিন, সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম নুর প্রমূখ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply