সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ অজ্ঞান অবস্থায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পাখি মারা সংলগ্ন ফুটবল ময়দান মাঠে এক বৃদ্ধা মহিলাকে পড়ে থাকতে পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পদ্মপুকুর প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও তার কয়েকজন বন্ধু মাঠের পাশে এই বৃদ্ধ মহিলাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে জরুরি ভাবে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তারপর হাবিবুর রহমান ও তার বন্ধুরা মিলে এই বৃদ্ধ মহিলাকে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তার চিকিৎসা সম্ভব হয়নি।
অবশেষে তারা এই অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে মহিলা মেডিসিন (৪নং) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তারা সাতক্ষীরা সদরের কোনো কিছু ভালোভাবে না জানার কারণে বিষয়টি সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর কাছে অবহিত করেন।
যদি কেউ এই বৃদ্ধা মহিলার ঠিকানা জানেন তাহলে যোগাযোগ করুন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে এই মোবাইল নাম্বারে ০১৭২৪৮৪৮১৯৪
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply