বরেণ্য সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে নাট্যপরিচালক সাগর জাহান। তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে আমার বাবা আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। বাদ জোহর মগবাজার বড় মসজিদে বাবার জানাজা অনুষ্ঠিত হবে।’
‘তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি’, প্রেমের সমাধি ভেঙে, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’ সহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply