আয়োজক দেশ চূড়ান্ত করা হবে আগামী মার্চে। তবে এটা মোটামুটি নিশ্চিত যে, পাকিস্তানে হচ্ছে না এবারের এশিয়া কাপ। যেখানে এশিয়া কাপ আয়োজকে দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
শনিবার বাহরাইনে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ও পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি দেখা করেন। এর পরেই সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে।
সূচি অনুযায়ী এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে জয় শাহ, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান, গত অক্টোবরে জানান, পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর পরে অনেক বাকবিতণ্ডা হয়েছে। জয় শাহ এবং নাজামের এই বৈঠকের দিকে অনেকের চোখ ছিল। সেখানেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের জেদ থেকে সরে আসেন নাজাম।
জয় শাহের সেই মন্তব্যের ভিত্তিতে শনিবারের আপৎকালীন বৈঠক ডেকেছিলেন নাজামই। যেখানে এসিসির সব দেশ সেখানে উপস্থিত ছিল।
ভারতীয় বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেন, ‘সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়, ভারত কোনও ভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা এ ধরনের প্রতিযোগিতায় না খেললে স্পনসররা কেউ আসবে না।’
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply