সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগের ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল এদিন তারা। ভারতের সঙ্গে ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা বেশ কয়েকটি সেভ করেন। বাংলাদেশও গোলের সুযোগ সৃষ্টি করেছে। দুই দলের ফিনিশিং দক্ষতার অভাবে গোল হয়নি। সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে থ্রু পাসে সমতি কুমারী রুপনা চাকমাকে একা পেয়েছিলেন। দূরের পোস্টে নেওয়া তার শট দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক। ১৪ মিনিটে কর্নার থেকে সুনিতা মুন্ডার হেড গ্রিপে নেন রুপনা চাকমা। ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে আচমকা শট নিয়েছিলেন স্বপ্না রানী, বামদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক আনশিকা। ৩২ মিনিটে মাহফুজা খাতুনের কর্নার থেকে সুরমা জান্নাতের ভলি ক্রসবারের উপর দিয়ে যায়। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল। বিরতির পর বাংলাদেশের অধিনায়ক যে সহজ সুযোগটি হাতছাড়া করেন তার খেসারত দিয়ে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ষক্রীড়া প্রতিবেদক
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply