নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় চাষাঢ়া আংগুরা শপিংয়ের নীচতলায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত ভবন মালিক আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
রেস্টুরেন্টের মালিক শুক্কর জানান, আজাহারের ছোট ভাইয়ের কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নেয় সে। পানি অপচয়ের কারণে বিদ্যুতের বেশি বিল আসায় তার কাছে টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসা থেকে নিয়ে আসা লাইসেন্স করা শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়ে আজহার। এতে তার ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হন।
রেস্টুরেন্টের ম্যানেজার রিপন সাহা বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উত্তেজিত অবস্থায় হাতে একটি পিস্তল ও একটি শর্টগানের মতো দেখতে দু’টো আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন ভবনের মালিক আজহার তালুকদার। প্রথমে তিনি আমাকে গালাগাল করেন। তারপর তাকে শান্ত করার চেষ্টা করেন আমাদের আরেক ম্যানেজার বাবুল। একপর্যায়ে আজাহার ক্ষুব্ধ হয়ে ঘর থেকে পিস্তল ও শটগান নিয়ে আসে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে আরেক রেস্টুরেন্টের ম্যানেজার শফিফুর রহমান কাজলের পেটে গুলি লেগে তিনি গুরুতর আহত হন।’
ঘটনাস্থলে আসা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, ‘পানির অপচয়ে বিদ্যুৎ বিল বেশি আসায় মালিক আজাহার বিদ্যুত বিল দাবি করেন রেস্টুরেন্টের মালিকের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে লাইসেন্সকৃত শর্টগান ও পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে। পরে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply