ক্যারিয়ারের শুরুতে ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝেনা’, ‘আদরে রাখিও বন্ধু’র মত শ্রুতিমধুর গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ধ্রুব গুহ। এরপর ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানেও হয়েছেন দারুণ প্রশংসিত। তবে মাঝে দীর্ঘদিন নেই এই গায়কের নতুন কোন গান।
অবশেষে ভালোবাসা দিবসে ধ্রুব গুহ প্রকাশ করছে তার নতুন গান। এর শিরোনাম ‘দাগা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতে আছেন তরিক আল ইসলাম। এরইমধ্যে বিভিন্ন মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গল্পনির্ভর এই ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। আর গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া আর বিশেষ চরিত্রে আছেন তামুর। সঙ্গে আছেন ধ্রুব গুহ’র উপস্থিতিও।
নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আরও আগেই আমার নতুন গান “দাগা” প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু পেছনের দুই বছর আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্যদিয়ে পার করেছি। সত্যি বলতে সবারই চোখে মুখে ছিল উৎকণ্ঠা, উদ্বেগ। মরণঘাতী করোনা ভাইরাস আমাদের থমকে দিয়েছিল। তাই একটা দীর্ঘ বিরতি নিতে হয়েছে। তাছাড়া শ্রোতাদের নিয়ে একটু ভাবনা-চিন্তা তো ছিলই। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছে। আশা করি, নতুন গানটিও সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
ভালোবাসা দিবসের আগেই ‘দাগা’ প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply