আগের ম্যাচে আর্সেনালের পরাজয়ের কারণে ম্যানচেস্টার সিটির সামনে সুবর্ণ সুযোগ এসে যায় পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে আনার। কিন্তু ম্যানসিটি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং, উল্টো টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করেছে ম্যানসিটি।
টটেনহ্যামের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন দলটির অধিনায়ক হ্যারি কেইন। সে সঙ্গে দুর্দান্ত একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। টটেনহ্যামের হয়ে ক্যারিয়ারে ২৬৭তম গোল করেন তিনি। ১৯৭০ সালে টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছিলেন জিমি গ্রিভস। ৫৩ বছর পর তাকে পেছনে ফেললেন হ্যারি কেইন।
ম্যাচের ১৫ মিনিটে কেইন গোল করে দলকে এগিয়ে দেন। ঘরের মাঠে প্রিয় তারকার এই নজির গড়া দেখে উৎসবে মেতে ওঠে টটেনহ্যাম সমর্থকরাও। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যারির ২৬৭তম গোলটি এলো ৪১৬ নম্বর ম্যাচে।
সেখানে গ্রিভস রেকর্ড করেছিলেন ৩৭৯ ম্যাচ খেলে। তিনি ১৯৬১ থেকে ১৯৭০ সালসের মধ্যে এই নজির গড়েন। পাশাপাশি হ্যারি প্রিমিয়ার লিগেও ২০০তম গোল করলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি অ্যালান শিয়েরার (২৬০) ও ওয়েন রুনির (২০৮) পরে তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। ৮৭ মিনিটে আবার জ্যাক গ্রিলিশকে ফাউল করে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। তাতে অবশ্য হ্যারিদের জয় আটকায়নি।
হ্যারির দাপটে সুযোগ নষ্ট হল পেপ গার্দিওলার দলেরও। ম্যানসিটি (২১ ম্যাচে ৪৫ পয়েন্ট) এই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ারের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা আর্সেনালের (২০ ম্যাচে ৫০ পয়েন্ট) সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে মরিয়া ছিল; কিন্তু সে লক্ষ্য পূরণ হল না।
শনিবার আবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ভিন্ন মেজাজে পাওয়া যায় ইয়ুর্গেন ক্লপ ও এরিক টেন হাগকে। শনিবার উলভসের বিরুদ্ধে ০-৩ গোলে হারের পরে লিভারপুল জনতা নিশ্চিত হয়ে গেছেন, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের। দলের এই বিবর্ণ ফুটবল ক্ষিপ্ত করে দিয়েছে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপকে।
ম্যাচের পরে হতাশ ক্লপ বলেছেন, ‘বুঝতে পারছি, আমায় এখন দলের সবকিছু নতুন করে ঢেলে সাজাতে হবে। এছাড়া আর রাস্তা নেই।’ ঠিক উল্টো ছবি ওল্ড ট্র্যাফোর্ডে।
শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচে ব্রাজিলীয় তারকা ক্যাসেমিরোর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনায় ক্ষুব্ধ টেন হাগ। তিনি বলেছেন, ‘ক্যাসেমিরোর লাল কার্ড দেখাকে মোটেও সমর্থন করতে পারছি না; কিন্তু সেভাবে দেখতে গেলে, আরও অনেক ফুটবলারের কার্ড দেখা উচিত ছিল।’
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply