পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন সাকিব আল হাসান। সোমবার সকালে রাজধানীতে ফিরেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে গত শুক্রবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেই হঠাৎ করে দেশ ছেড়েছিলেন সাকিব। তার দল ফরচুন বরিশালের ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি খেলা না থাকায় ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন তিনি।
বিপিএলে বরিশাল ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। যদিও গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে দলটির। বরিশাল আসরে মোট ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply