জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় বা দ্বিধা নেই। নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে আমাদের ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে। গতকাল রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনটেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মেজর খালেদ আখতার (অব.), কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়া, সুমন আশরাফ প্রমুখ।এইচ এম এরশাদ বলেন, আমরা এগিয়ে চলেছি। নির্বাচনে আমরা প্রতিদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব। আমাদের অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা পৌঁছে দেব সাধারণ ভোটারদের কাছে। শফিউল্লাহ আল মুনির বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে পার্টির প্রচারণা এবং পল্লীবন্ধু এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন আইটি বিশেষজ্ঞ প্রতিদিন তিন শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে।
আজ নবীনগরে ভাষণ দেবেন এরশাদ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
শান্তি প্রতিষ্ঠায় এরশাদের বিকল্প নেই : এদিকে গতকাল বিকালে বংশাল থানা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় এইচ এম এরশাদের বিকল্প নেই। তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে যত উন্নয়ন হয়েছে, স্বাধীনতা-পরবর্তী সব সরকার মিলেও তা করতে পারেনি। তাই দেশবাসী এরশাদকে ক্ষমতায় দেখতে চায়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply