রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে পিপিসা ত্রিপুরা (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। আজ সোমবার সকালে কমালপুরের হোটেল আরাফাত নামের একটি আবাসিক হোটেলের ৬০১ নম্বর রুম থেকে সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক সপ্তাহ আগে পিপিসা ত্রিপুরা ঐ রুমটিতে ভাড়া উঠেন। আজ সকাল থেকে তিনি রুমের দরজা খুলছিলেন না। পরে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা মতিঝিল থানায় খবর দেয়। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলে এসে রুমের দরজা খুলে ওই যুকবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে পিপিসা ত্রিপুরা ঢাকা এসেছিলেন এবং কেনো আত্মহত্যা করেছেন এ বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। মৃতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে ও তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
পিপিসা ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ির সদর উপজেলার গোমতী গ্রামে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply