দুই বছর পর ২১ ও ২২ সালে কভিডের কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি। এবার তারা দু’জনই যাবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানা গেছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত ও নিরপত্তা ব্যবস্থা গ্রহণ বিষয়ে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তরা।
সভায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা নিরাপত্তার আয়োজনও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। শহীদ মিনার ও তত্সংলগ্ন এলাকাকে ভিডিও সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা হবে। প্রবেশ ও বাহির হওয়ার পয়েন্টে সিসি টিভি, নাইট ভিশন ক্যামেরা আর্চওয়ে থাকবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আগমন, অবস্থান ও চলে যাওয়ার সময় যথযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং আজিমপুর কবরস্থান এলাকার অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে করে অপ্রীতিকর অবস্থারোধ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি কর্তৃক ব্যবস্থা নেওয়া হবে। আগেই ট্রাফিক ম্যাপ মিডিয়ার মাধ্যমে জানানো হবে। ঢাকা মহনগরীর বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বিভাগীয় এলাকা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচিতে সার্বিক নিরাপত্তা গ্রহণ করা হবে।
ঢাকাস্থ বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা যাতে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সে জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply