ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসের খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
ফলে ঢাকার শেষ ম্যাচেও খেলবেন না এই পেসার। এমনিতেই এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন। এর আগে দলের দুই ম্যাচে খেলেননি তিনি।
তাসকিনের দল ঢাকা ইতোমধ্যে আসরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে দলটি।
সোমবার তাসকিন দলের সঙ্গে এলেও অনুশীলন করেননি। তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। পরে বিসিবির চিকিৎসক দলের সঙ্গে দেখা করেছেন।
এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। অনুশীলন শুরু করে দেবে। আশা করছি, কোনো সমস্যা হবে না (ইংল্যান্ড সিরিজে)। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’
ইংল্যান্ড দলের আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে।
আগামী ১ ও ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দুই ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। মিরপুরে ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply