আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার অবসরের ঘোষণা দেন তিনি।
গত বছর ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ। তবে ঘরোয়া লিগসহ ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানান তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ফিঞ্চ বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, আমি ২০২৪ সালে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারব না। আমার থামার জন্য এবং পরবর্তী আসরের আগে দলকে গড়ে ওঠার জন্য এটাই সঠিক সময়। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার স্ত্রী অ্যামি, আমার সতীর্থরা, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে। আমি সেই সমস্ত ভক্তদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে আমাকে সমর্থন করেছেন।’
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ফিঞ্চ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয় । প্রায় এক যুগের ক্যারিয়ারে ১০৩ ম্যাচে ৩৪.২৮ গড়ে তিনি ৩১২০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪২.৫৩। জিম্বাবুয়ের বিপক্ষে তার করা ১৭২ রান টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply