নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজলের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।
গতকাল সোমবার রাতে রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘রাতে মৃত্যুর খবর পেয়েছি। লাশ আনার প্রস্তুতি চলছে।’ মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শফিকুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শীর বরাতে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় দোকানে বিদ্যুৎ বিলের টাকা আদায়কে কেন্দ্র করে আজহার তার শটগান দিয়ে গুলি করেন। এতে কাজলসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। এই ঘটনায় গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় ইতোমধ্যে আটক আসামি আজহার তালুকদার, ছোট ভাই ও তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান জানান, এ ঘটনায় একটি পিস্তল ও একটি শটগান জব্দ করা হয়েছে। এগুলোর লাইসেন্স আছে কি না যাচাই-বাছাই হচ্ছে। অধিকতর তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply