বাংলাদেশ ও ভারতে আগামী ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে মুক্তি পাচ্ছে অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার ইংরেজি নাম ‘ডেব্রি অফ ডিজায়ার’। মুক্তি উপলক্ষে গতকাল সোমবার কলকাতার বইমেলায় এসবিআই অডিটোরিয়ামে এর ট্রেলার উন্মুক্ত করা হয়।
সিনেমার প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন হলেও ছবিটি প্রদর্শিত হবে। আর বাংলাদেশে সিনেপ্লেক্সসহ কয়েকটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আর গতকাল কলকাতার বইমেলায় ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে।’
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। জিতেছে পুরস্কার আর প্রশংসাও।
এদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে বড় পর্দায় কাজ করলেন অপি করিম। এতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার, বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।
তার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে এর প্রযোজক হিসেবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply