রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ মঙ্গলবার সকালে শ্যামপুরে অটবি চত্তরের পাকিজা টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, শ্যামপুরের পাকিজা টেক্সটাইলের চারতলা ভবনের নিচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ছয়টি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply