ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। শাকিব-বুবলীর সন্তান বীর। আর শাকিব-অপুর ছেলের নাম জয়। প্রথমবারের মতো বীর গেল তার বাবা শাকিব খানের অফিসে। আর সেখানে বাবার চেয়ারে বসে নিজ স্টাইলে দাবা খেলায় মন দিল বীর।
গতকাল সোমবার রাতে বুবলী সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়। সে তার নিজের স্টাইলে খেলে।’
ছবিগুলো প্রকাশের পর অনেকেই সেখানে ইতিবাচক মন্তব্য করেছে। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছে, ছেলের জন্য কি শাকিব-বুবলীর মান অভিমান ভেঙেছে?
এদিকে, গেল ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিতে দুবাই গিয়েছিলেন শাকিব খান। সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এই সফর দুই সপ্তাহের মতো। দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারি দেশে পা রাখেন শাকিব খান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply